শকুনী খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরের শকুনী খালসহ বিভিন্ন খাল উদ্ধারের দাবিতে আজ শনিবার শহরে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
‘খাল বাঁচাও, নগর বাঁচাও, কৃষক বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুর শহরের শকুনী এলাকায় মানববন্ধন করেছে শকুনী খাল পুনরুদ্ধার আন্দোলন নামের একটি সংগঠন।
আজ শনিবার দুপুর ১টার দিকে শহরের শকুনী এলাকায় মাদারীপুরের শকুনী খালসহ বিভিন্ন স্থানে বেদখল হয়ে যাওয়া খাল উদ্ধারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
শকুনী খাল পুনরুদ্ধার আন্দোলনের নেতারা এ সময় বেদখল হয়ে যাওয়া শকুনী খালসহ মাদারীপুরের বেদখল হয়ে যাওয়া সব খাল উদ্ধার এবং নতুন করে খাল ভরাট না করার দাবি জানান।
এ সময় বক্তব্য দেন শকুনী খাল পুনরুদ্ধার আন্দোলনের সেন্টু খান, লিয়াকত হোসেন প্রমুখ।