গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ানে বজ্রপাতে হাসান (৩০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। নিহত হাসান ছাতিয়ান গ্রামের বাসিন্দা।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, কৃষক হাসান নিজে জমিতে ঝাল লাগানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাত হলে হাসান আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।