চুয়েটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আট দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফজলুর রহমান জানান, গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় মুহাইমিনুল ইসলাম নামের এক শিক্ষার্থী মারা যান। এ ঘটনার পর থেকে আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে রোববার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেন। আট দফার দাবির মধ্যে রয়েছে—গাড়িচালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, নিবন্ধন ছাড়া গাড়ি চলাচল বন্ধ, রাস্তা সম্প্রসারণ, চুয়েট মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার বন্ধ, নিউমার্কেট থেকে চুয়েট পর্যন্ত বাস সার্ভিস চালু করা।
এদিকে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফারুকুজ্জামান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দায়ী গাড়িচালকদের গ্রেপ্তার করতে প্রশাসনিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। এ ছাড়া চুয়েট থেকে বিআরটিসি বাস চালুসহ নিবন্ধনহীন গাড়ি চলাচল বন্ধে কার্যকর উদ্যোগের কথাও জানানো হয়।