বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে চার পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ভুলতা এলাকার হারভেস্ট রিচ এল বেনেটেক্স পোশাক কারখানার শ্রমিকরা জানান, কারখানায় বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। বেশ কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষের কাছে তিন মাসের বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছেন তাঁরা। গতকাল রোববার দুপুরে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। তা পরিশোধ না করে মালিকপক্ষ বিভিন্নভাবে টালবাহানা শুরু করে। আজ দুপুর ১২টার দিকে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে কাজ ছেড়ে কারখানার বাইরে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং মহাসড়কে টায়ার জ্বালান। পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে। দুপুর আড়াইটায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানা পুলিশ ও আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ঘটনাস্থল পৌঁছে শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল ও একটি শটগানের গুলি ছোড়ে।