নারায়ণগঞ্জে পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা

সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে গুণী শিল্পীদের সম্মাননাপত্র, মেডেল ও চেক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সম্মাননা পাওয়া পাঁচ গুণী শিল্পী হলেন—চলচ্চিত্রে তমিজউদ্দিন রিজভী, লোকসংস্কৃতিতে আবুল সরকার বয়াতি, যন্ত্রশিল্পে মো. লুৎফর রহমান, নৃত্যকলায় আবদুর রশিদ স্বপন ও চারুকলায় সমীরণ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।
সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নৃত্য পরিবেশন করেন শিল্পী সাদিয়া আফরিন মৌসহ জ্যেষ্ঠ শিল্পীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, শিক্ষানুরাগী বুলবুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার হোসেন, শাহিন আরা বেগম।