নওগাঁয় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নওগাঁর রানীনগর উপেজলার সহযোগী বাবু ওরফে মুসকাকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়গাছা গ্রাম থেকে বাবুকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সন্ধ্যায় নিজ এলাকায় আসেন বাবু। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে বড়গাছা থেকে গ্রেপ্তার করে।
বাবু উপজেলার সুশান্ত সুফল অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামি। ২০০৪ সালে রানীনগর ও আত্রাই থানা এলাকায় বাংলা ভাইয়ের তাণ্ডব চলাকালে তাঁর অন্যতম সহযোগী হিসেবে এলাকায় খুন, অপহরণের সঙ্গে জড়িত থেকে এলাকায় ত্রাস সৃষ্টি করেন বাবু। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন।