মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় সুরত আলী (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় রিপন আলীর নামের এক মোটরসাইকেল চালক আহত হন। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরত আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের তোলাম আলীর ছেলে। কুলপালা বাজারে তাঁর ছোট একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, কুলপালা গ্রামের সুরত আলী বিকেলে বাজার করার জন্য সাইকেলে করে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজারের উদ্দেশে রওনা হন। পথে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি আলগামন এবং মেহেরপুরগামী একটি মোটরসাইকেলের মাঝে পড়েন। এতে সুরত আলী ও মোটরসাইকেলচালক আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের রবিউল ইসলামের ছেলে রিপন আলী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুরত আলী মারা যান।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করলে লাশ ময়নাতদন্তের পর তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।