মনোনয়ন না পাওয়ায় মেহেরপুরে বিএনপি সভাপতির কুশপুতুল দাহ

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল আওয়াল দলীয় মনোনয়ন পাননি। এর প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে আজ বুধবার বিকেলে ঝাড়ু মিছিল বের করা হয়।
এ সময় আমজাদ হোসেনের কুশপুতুল দাহ করেন মনোনয়নবঞ্চিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে এলাকার বেশ কয়েকজন নারী অংশ নেন।
মিছিল বের হলে তা বামন্দী বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। সেখানে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির নেতারা।
গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো বলেন, বামন্দী ইউনিয়নে পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল আওয়ালকে বাদ দিয়ে নিজের পছন্দমতো প্রার্থী ঠিক করেছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি যদি ইউপি সদস্য হিসেবেও নির্বাচন করেন তাহলেও জয়লাভ করতে পারবেন না। চেয়ারম্যান প্রার্থী হিসেবে একবারেই অযোগ্য তিনি। যদি দ্রুত তাঁর সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে দলের স্বার্থে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মিছিল শেষে সাবেক সংসদ আমজাদ হোসেনের কুশপুতুল দাহ করা হয়। এ সময় জুলফিকার আলী ভুট্টো, বিএনপি নেতা ও রাইপুর ইউপির চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, ইউপি সদস্য রবিউল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।