বারি ও ব্রি পরিদর্শন করলেন ভুটানের কৃষিমন্ত্রী

ভুটানের কৃষিমন্ত্রী লিয়েনপো ইয়েশি দর্জি গতকাল বুধবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সহায়ক স্বল্পমেয়াদি জাত উদ্ভাবনের প্রতি গুরুত্ব দেন।
বুধবার দুপুরে ভুটানের মন্ত্রী গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান বারির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল। পরিদর্শনকালে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে বারির কার্যক্রম, অগ্রগতি এবং সাফল্য তুলে ধরা হয়। এ সময় ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
মাল্টিমিডিয়া প্রদর্শনের পর বাংলাদেশ ও ভুটানের কৃষিবিষয়ক গবেষণা কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময়কালে মন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় সহায়ক স্বল্পমেয়াদি জাত উদ্ভাবনের প্রতি গুরুত্ব দেন। তিনি বারির বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন এবং উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল গবেষণা মাঠে একটি ‘বারি আম-১১’ ফলের চারা রোপণ করেন।
এর আগে ভুটানের মন্ত্রী লিয়েনপো ইয়েশি দর্জি ও তাঁর সফরসঙ্গীরা গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেন। মন্ত্রী ব্রি ক্যাম্পাসে পৌঁছালে এর মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস তাঁদের স্বাগত জানান এবং ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে জানান।
এ সময় আয়োজিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক বিগত বছরগুলোতে ধান উৎপাদনে বাংলাদেশকে উদ্বৃত্ত অবস্থানে নিয়ে যাওয়াসহ প্রতিষ্ঠানের অর্জন ও অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন এবং ভুটানের সঙ্গে ব্রির সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোকপাত করেন। সভায় বিজ্ঞানী ও নীতিনির্ধারক পর্যায়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
ভুটানের মন্ত্রী ইয়েশি দর্জি ধান উৎপাদনের ক্ষেত্রে এ দেশের অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করেন এবং তাঁর দেশে অনুরূপ সাফল্য অর্জনের লক্ষ্যে ব্রির সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
ভুটানের মন্ত্রী ব্রির জৈবপ্রযুক্তি, উদ্ভিদ প্রজনন ও কৃষি যান্ত্রিকায়ন কার্যক্রমসহ বিভিন্ন বিভাগ, জিন ব্যাংক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইনস্টিটিউটের প্রস্তুতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
ভুটানের কৃষিমন্ত্রীর পরিদর্শনকালে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহেদ খোন্দকার, বাংলাদেশে নিযুক্ত ইরি প্রতিনিধি ড. পল ফক্স এবং প্রতিষ্ঠান দুটির পরিচালক, বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।