অপরাধের হাত বদলে যাচ্ছে কাজের হাতে

‘কারাগার’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উঁচু দেয়াল ঘেরা একটা জায়গা। যেখানে বিচারের অপেক্ষায় থাকা হাজতি ছাড়াও নানা অপরাধে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হয়। আর সেই আসামিদের মধ্যে যারা সশ্রম দণ্ডপ্রাপ্ত, তাদের অপরাধের হাতকে কাজের হাতে বদলে দিচ্ছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
রাজশাহী কারা কর্তৃপক্ষ শুধু যে এসব অপরাধীর কর্মক্ষম করে তুলেছে তা নয়, বরং এদের তৈরি পণ্য দেশের বাজারে, এমনকি বিদেশে রপ্তানি করে আয়ের পথ বেছে নিয়েছে।
সাজা পাওয়া এই অপরাধীরা কেউ বাণিজ্যিকভাবে তৈরি করছেন টেবিল-চেয়ার, কেউ কাজ করছেন প্রেসে। আর কেউ তৈরি করছেন কারাগারে আটক বন্দিদের জন্য পোশাক। আর বন্দিদের তৈরি করা এসব পণ্য বিক্রি করে প্রতিবছর মোটা অঙ্কের টাকা আয় করছে কারা কর্তৃপক্ষ।
বিস্তারিত দেখুন রাজশাহী থেকে শ ম সাজুর পাঠানো ভিডিও প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শরিফুজ্জামান রয়েল :