কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা জানতে হবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শুধু মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল তা জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির চাচৈর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশ গঠনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
আমু বলেন, চাচৈরের মুক্তিযুদ্ধ দক্ষিণাঞ্চলের অন্যতম একটি ইতিহাস হিসেবে চিরকাল মানুষের হৃদয়ে গেঁথে থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীর ও রেজাউল কবির। ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে শিল্পমন্ত্রী নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ইতিহাস জড়িত রণাঙ্গনের স্মৃতিসৌধ নির্মাণের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় চাকরার বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় কাজের উদ্বোধন করেন।