নওগাঁর পতিসরে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।
আগামী ৮ মে, ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, উপদেষ্টা নিয়ামতপুর-পোরশা-সাপাহার এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, উপদেষ্টা মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার ছলিম, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, পুলিশ সুপার মো. মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফারুক জেমস, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমানসহ নওগাঁ জেলাপর্যায়ের সব সরকারি কর্মকর্তা, আত্রাই ও রানীনগর উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, এই দুটি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সবার মতামতের ভিত্তিতে ওই দিন পতিসরে রবীন্দ্র কাচারিবাড়ি চত্বরে সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিতে আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠান, নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি ও রানীনগর শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র সংগীত, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে পতিসরে গ্রামীণ মেলার আয়োজনও করা হবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।