বেনাপোলে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর থানার ডুপপাড়া গ্রামে ছাদ থেকে পড়ে রেজোয়ান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
রেজোয়ান ডুপপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। বাড়ির ছাদের ওপর ছাউনির কাজ করার সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, সকালে রেজোয়ান একই গ্রামের এক বাড়িতে ছাদের ওপর ছাউনির কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অসাবধানবশত ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।