গাজীপুরে মার্কেটে আগুন, পুড়ল ৬ দোকান

গাজীপুরের আন্তজেলা বাস টার্মিনাল এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে।
আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, শহরের জয়দেবপুরে আন্তজেলা বাস টার্মিনাল এলাকার একটি মার্কেটের আনোয়ার হোসেনের তেলের দোকানে শনিবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।