‘চিত্তরঞ্জন পাল ছিলেন আদর্শবান শিক্ষক’

বাগেরহাটের রামপাল উপজেলার গিলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল ছিলেন একজন আদর্শবান শিক্ষক। তিনি আদর্শবান ছাত্র গড়ার কারিগর হিসেবে রামপালবাসীর কাছে চিরপরিচিত মুখ। তাঁর আদর্শ নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনেকে দেশের সুনাম অর্জন করেছেন।
আজ শনিবার দুপুরে বাগেরহাটের রামপালের গিলতলা মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত এক স্মরণসভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এ কথা বলেন।
রামপাল গিলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আবু সাঈদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আবদুল জলিল, বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মজিবুর রহমান, প্রয়াত শিক্ষকের ছেলে গবেষক ড. রাজীব পাল প্রমুখ।