বিজয়ী কিক বক্সারদের সংবর্ধনা দিল পঞ্চগড়

ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস কিক বক্সিং প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় একটি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন পঞ্চগড়ের নাইমুর রহমান নিশাত।
আজ সোমবার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিজয়ীদের স্বাগত জানানো হয়।
নিশাতের পাশাপাশি পঞ্চগড়ের মো. নুর আমিন রুবেল ও মো. মুক্তাদির হোসেন রৌপ্য পদক এবং মো. শেখ শাফী, মো. মোমিনুর রহমান ও রত্না দেবী পূজা একটি করে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
গত ৮ ও ৯ এপ্রিল ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় লাইট ফ্লাই ওয়েটে নিশাত স্বর্ণপদক জয় করেন। আটটি স্বর্ণ জিতে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ জিতে কিশোরগঞ্জ রানার্সআপ হয়।
পঞ্চগড় জেলা কারাতে ও কিক বক্সিং প্রশিক্ষক আবদুল্লাহ আল মামুন বাবুর নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার ১০ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেন।
গত শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।