গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

তরল সুজি খাওয়ানোর সময় গলায় আটকে আপন মাহমুদ নামের নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ সোমবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আপন মাহমুদ ওই গ্রামের আযম আলীর ছেলে।
আযম আলী জানান, সকালে তাঁর স্ত্রী শিশু ছেলেকে তরল সুজি খাওয়াচ্ছিলেন। হঠাৎ গলায় সুজি আটকে যায়। পরিবারের লোকজন শিশুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।