মাগুরায় বিএনপির ছয় নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতার মামলায় মাগুরায় বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন মাগুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজির আলী (৫০), শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুজ্জামান (৪৮), বিএনপিকর্মী উবাইদুর রহমান (৪৫), মোতালেব শিকদার (৪০), হাফিজুর রহমান (৩৫) ও আব্দুল জলিল (৪০)।
মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) সুদর্শন রায় মঙ্গলবার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।