মেহেরপুরে সেই তিন বিদেশিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক তিন ইরানি নাগরিককে মেহেরপুরের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আজ বুধবার গাংনী থানা পুলিশ বিশেষ নিরাপত্তায় ওই তিন বিদেশি নাগরিককে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তাঁদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ মুহিদুজ্জামান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বেলা আড়াইটার দিকে তাঁদের মেহেরপুর কারাগারে নেওয়া হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গাংনী বাজারের মোটরসাইকেল মেকানিক শাহ জামালের কাছে মঙ্গলবার বিকেলে ওই বিদেশিরা টাকার ভাঙানোর কথা বলেন। টাকা ভাঙানোর সময় তাঁরা শাহ জামালের নাকের কাছে কোনো সুগন্ধি শোকানোর চেষ্টা করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় বিদেশিরা জোর করে ক্যাশবাক্স থেকে টাকা নিতে গেলে তিনি চিৎকার দেন।
চিৎকার শুনে স্থানীয় লোকজন বিদেশিদের ধাওয়া করেন। বিদেশিরা জোরে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চোখতোলা মাঠে রাস্তার পাশে একটা গর্তে উল্টে পড়ে আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের ধরে পুলিশে দেয়। এ ব্যাপারে ওসি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ মামলায় ওই তিন বিদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরো জানান, এর আগে মেহেরপুরের কয়েকটি জায়গায় বিদেশিরা টাকা ভাঙানোর কথা বলে কৌশলে অজ্ঞান করে টাকা-পয়সা লুট করেছে। স্থানীয় চাল ব্যবসায়ী লাভলুর কাছ থেকেও ৩১ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে কয়েকজন বিদেশি।
এর আগে কয়েকজন বিদেশির পেট্রল পাম্প ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজন বিদেশিকে শনাক্ত করা হয়েছে বলেও জানান ওসি আকরাম হোসেন।