ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ছবি : এনটিভি
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ইজিবাইকের চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া এলাকায় বিপরীতমুখী ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চার যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।