গাজীপুরে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার ধনুয়া দক্ষিণপাড়া হানু মার্কেটের মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১।
এঁরা হলেন গাজীপুর মহানগরীর বারবৈকা এলাকার মো. হাবিবুর রহমান (২৮) এবং তাঁর সহযোগী একই এলাকার মো. মিলন (২৬)।
আজ বৃহস্পতিবার র্যাব জানায়, বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে হাবিবুর ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে একটি পিস্তল ও খালি ম্যাগাজিন এবং মিলনের কাছ থেকে দুটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসমূলক কাজ করার জন্যই অস্ত্র ও গুলি রেখেছিল। হাবিবুর রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একাধিক মামলা রয়েছে। গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার শাহাদাত হোসেন হত্যা মামলার আসামিও তিনি।