মনোনয়ন না পেয়ে আ. লীগ কার্যালয়ে হামলা

ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত ক্ষুব্ধ কর্মীরা আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায়। ছবি : এফএনএস
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত ক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় নগরীর আন্দরকিল্লায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আনোয়ারা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের একদল বিক্ষুব্ধ কর্মী পুলিশের বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নয়টি কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। এতে পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।