গাংনীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গোলাম রসুল। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গোলাম রসুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সাহারবাটি এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) আবু বক্কর তাঁকে গ্রেপ্তার করেন। আসামির বাড়ি কামারখালী গ্রামে।
এসআই আবু বক্কর জানান, প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি গোলাম রসুল সাহারবাটি এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা গত ৭ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামি গোলাম রসুলকে গ্রেপ্তারের পর আজ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।