পিকআপের সঙ্গে সংঘর্ষে দুই লেগুনাযাত্রী নিহত

নাটোরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর লেগুনাটি এভাবেই দুমড়েমুচড়ে যায়। ছবি : এনটিভি
নাটোরে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
নিহত দুজনেই বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সেলিম জানান, আজ রোববার সকালে যাত্রীবাহী একটি লেগুনা বড়াইগ্রাম থেকে নাটোরের তেবাড়িয়াহাটে যাচ্ছিল। এ সময় নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে লেগুনার ছয় যাত্রী আহত হন।
আহতদের নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা খলিলুর রহমান ও শ্যামপদ কুণ্ডু নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত চার যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এসআই সেলিম।