গোপালগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবক জাহাঙ্গীর শেখের। ছবি : এনটিভি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের চাপায় জাহাঙ্গীর শেখ (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের রামচন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর শেখের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তাঁর বাবার নাম ময়ূর আলী শেখ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস। এটি রামচন্দ্রপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় ওই দোকানের সামনে বসে থাকা জাহাঙ্গীর শেখ বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।