আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ, বহিষ্কার দাবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ এনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বহিষ্কার দাবি করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বহিষ্কার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্ণফুলী থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল আহমেদ। এ সময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আনোয়ারা উপজেলার ১৬টি ইউনিয়নে তৃণমূলের মাধ্যমে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ফরম বিক্রির মাধ্যমে টাকা আদায় করে নির্বাচনের আগে মনোনয়ন-বাণিজ্য শুরু করেছেন।
গত শুক্রবার মনোনয়ন বোর্ডের নামে আন্দরকিল্লার কার্যালয়ে তথাকথিত সাক্ষাৎকার ও মনোনয়ন বোর্ডের সভার আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে জামায়াত, বিএনপির নেতা থেকে অর্থ নিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদ করায় পুলিশের মাধ্যমে হয়রানির অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।