আলোচনায় নজরুল ইসলাম খান
ভিন্নমতের কারণে রোষানলে শফিক রেহমান

অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। ছবি : এনটিভি
ভিন্নমতের কারণেই সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে সরকারি রোষানলে পড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরামের আলোচনায় বিএনপি নেতা এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান আরো বলেন, বর্তমান সরকার নিজেদের প্রতিপক্ষ বলতে জিয়া পরিবারকেই বোঝে আর তাই হামলা-মামলা দিয়ে জিয়া পরিবারের অনুসারীদের দমন করাই তাদের প্রধান কাজ হয়ে উঠেছে।
অন্যদিকে, আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধাচরণ করলেই তাকে সহ্য করছে না সরকার। আর তারই শিকার হয়েছেন শফিক রেহমান।
ইলিয়াস আলীর গুমের চার বছর উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, শুধু ইলিয়াস আলীই নন, সরকার নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখতে যাদেরই হুমকি মনে করছে, তাদের ওপরই নির্যাতন চালাচ্ছে।