আশুগঞ্জে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461061974.jpg)
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে আশুগঞ্জ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হাজি মো. আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. আবু সামা, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, আওয়ামী লীগ নেতা হাজি মো. মোবারক আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, আশুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোজাম্মেল হক, শিক্ষিকা রোকেয়া বিলকিস। সমাবেশে শেষে ১০০ জন গ্রাম পুলিশের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।