ক্যান্সারে হার মানলেন নড়িয়া পৌরসভার মেয়র

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী আর নেই। আজ মঙ্গলবার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হায়দার আলীর ভাতিজা নোমান চৌকিদার মুঠোফোনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর চাচা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর চাচা ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, হায়দার আলী স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৯ সালে প্রথমে নড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হন। এরপর একই ইউনিয়নের দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ সালে নড়িয়া পৌরসভা গঠনের পর প্রথমে তিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৯ সালে নড়িয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর একে একে দুই বার পৌর চেয়ারম্যান ও ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে সর্বশেষ মেয়র নির্বাচিত হন।
এদিকে হায়দারী আলীর মৃত্যুতে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাঢ়ী, সাধারণ সম্পাদক হাসান উজ্জামান খোকন ও নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির বেপারীসহ নড়িয়া পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন রাজনৈতিক নেতারা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।