‘সুন্দরবন ব্যবস্থাপনায় সরকারের উদাসীনতা প্রমাণিত’

‘সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় যে দেউলিয়াত্ব ও উদাসীনতা তা বার বার প্রমাণিত হচ্ছে। আমরা সুন্দরবন রক্ষা করার জন্য সরকারকে আন্তরিকভাবে পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছি।’
আজ মঙ্গলবার পশুর নদীর চিলাবাজার এলাকায় অনুষ্ঠিত বৈঠক ও সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল।
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সুন্দরবন ও পশুর নদীর জেলে জনগোষ্ঠীর সঙ্গে বোট মিটিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। পশুর রিভার ওয়াটারকিপার ও বাপা এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, ‘গত ২০ দিনের মধ্যে সুন্দরবনে তিনবার আগুন লেগেছে। এ আগুন লাগার কারণ সবাই জানে সরকার জানে না। সরকার জানলেও সেটার কোনো ব্যবস্থা নেয় না।’
সমাবেশের সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাপার সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম এবং মংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।