মেহেরপুরে ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার দায়ে মেহেরপুরে আরমান হোসেন নামের এক ইউপি সদস্য পদপ্রার্থীকে আজ মঙ্গলবার এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান। ছবি : এনটিভি
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার দায়ে আরমান হোসেন নামের এক ইউপি সদস্য পদপ্রার্থীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আরমান হোসেন সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচন করছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহীনুজ্জামান বলেন, সন্ধ্যায় নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে সদস্য পদপ্রার্থী আরমান হোসেনের নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা দেখতে পেয়ে তাঁকে এ জরিমানা করা হয়। এ সময় তাঁকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের জেলের আদেশ দেওয়া হলে সেখানেই তিনি টাকা পরিশোধ করলে মুক্তি দেওয়া হয়।