ফটিকছড়িতে নির্বাচনী কাজে বাধা, হামলার অভিযোগ বিএনপির

ছবি : এনটিভি
চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের লোকজন নির্বাচনী কাজে বাধা, হামলাসহ ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার আলমগীর এ অভিযোগ করেন।
বিএনপি নেতা আরো বলেন, নির্বাচনী কাজে সরকার সমর্থিত প্রার্থীর লোকজন কর্মীদের কাছ থেকে ধানের শীষ মার্কার পোস্টার ছিনিয়ে নিয়ে আগুন, প্রচারে বাধা, সশস্ত্র হামলার মতো ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়িতে ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।