নওগাঁয় ‘নবগঠিত সর্বহারা দলের প্রধান’সহ গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাই থানা পুলিশ হত্যা, ডাকাতি, অস্ত্রসংক্রান্ত একাধিক মামলার আসামি এরশাদ হোসেন (৩৫) ও আব্দুল আলিম খোকাকে (৩০) গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে এরশাদ নবগঠিত সর্বহারা দলের সভাপতি এবং খোকা ওই সংগঠনের সদস্য।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এরশাদ আত্রাই উপজেলার পাইকড়া বড়বড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে খোকা বান্দায়খরা গ্রামের বাসিন্দা।
আত্রাই থানা পুলিশ জানায়, আত্রাই উপজেলায় নতুন সর্বহারা পার্টির নামে সুন্যাসবাড়ী গ্রামের মোজাম্মেল হক মাস্টারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা টাকা না পাওয়ায় গত ২৬ মার্চ রাতে মোজাম্মেল হকের বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মোজাম্মেল হক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আব্দুল আলিম খোকাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খোকার দেওয়া তথ্যে থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল হকের নেতৃত্বে মান্দা উপজেলার শহরবাড়ী এলাকা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, এরশাদ আত্রাই উপজেলায় নবগঠিত সর্বহারা দলের সভাপতি এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ পাঁচটি মামলা আছে। খোকার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা আছে। তারা এলাকায় আবারো সর্বহারার নামে আতঙ্ক সৃষ্টির লক্ষে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল।