উচ্চ মহলের পরামর্শেই তেলের দাম কমানোর সিদ্ধান্ত

সরকারের উচ্চ মহলের পরামর্শ নিয়েই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে 'ভারতে বিদ্যুৎ ও জ্বালানির বাজার উন্নয়ন : আমাদের শিক্ষা' শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। কর্মশালার আয়োজন করে পাওয়ার সেল ও ইউএসএআইডি।
প্রতিমন্ত্রী বলেন, ‘যে প্রস্তাব আমরা সরকারের কথা অনুযায়ী পাঠিয়েছি, সেটা অতি শিগগিরই চলে আসবে অনুমতি পেয়ে।’
সরকারের একটি পক্ষ জ্বালানি তেলের দাম না কমানোর পক্ষে আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সে বিষয়টা আমাদের কাছে এত স্পষ্ট নয়, এটা ঠিক না মনে হচ্ছে। সরকারের অনুমতি সাপেক্ষেই তো আমরা আরো উচ্চ মহলে পাঠিয়েছি।’
নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের কারণে জাহাজে তেল পরিবহনে সমস্যা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নৌ শ্রমিকরা যে ধর্মঘটে গেছেন, এটা আসলে তেল ক্যারির (বহন) জন্য একটা সমস্যা হচ্ছে। আমি মনে করি, মালিকপক্ষের এ বিষয়টা দেখা দরকার।’
এ সময় দ্রুত শ্রমিকদের দাবি-দাওয়া সমাধানে মালিকপক্ষকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। সে সঙ্গে ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের বিষয়ে নসরুল হামিদ বলেন, উৎপাদিত বিদ্যুৎ দেশে আনতে ভারতের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।