মেহেরপুরে এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

গুলি ও জাল নোট উদ্ধারের একটি মামলায় হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের একটি আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক টি এম মুসা এ আদেশ দেন।
হেলাল উদ্দিন পাবনা জেলার কামারগ্রাম এলাকার বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে শফিকুল আলম।
মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ২০১০ সালের ২৪ আগস্ট গাংনী উপজেলার সাহেবপুর গ্রাম থেকে পিরতলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান হেলাল উদ্দিনকে তিনটি গুলি, এক হাজার টাকার একটি এবং ৫০০ টাকার দুটি জাল নোটসহ আটক করে।
পরের দিন এসআই ওয়ালিউর রহমান বাদী হয়ে হেলালের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ছয়জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন ।