শরীয়তপুরের নাগেরপাড়া ইউপি ভোট স্থগিত

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দিন জানান, নাগেরপাড়া ইউনিয়নের হেলাল উদ্দিন নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ভোটার তালিকায় ওই প্রার্থীর নাম না থাকায় বাছাই পর্বে তাঁর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হেলাল উদ্দিন নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করলে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। পরে তিনি উচ্চ আদালতে একটি রিট করেন। শুনানি শেষে গতকাল বুধবার উচ্চ আদালত নাগেরপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন।
নির্বাচন কর্মকর্তা আরো জানান, ভোটার তালিকায় হেলাল উদ্দিনের নাম যুক্ত করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন আদালত। রাত সাড়ে ৮টার দিকে স্থগিতাদেশ পৌঁছায়।
নাগেরপাড়া ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল।