মংলা বন্দরে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক নৌযান

বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে গত বুধবার মধ্যরাত থেকে সারা দেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। এই ধর্মঘট দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবারও চলছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এ ধর্মঘটের ফলে মংলা বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক ও জাহাজের পণ্যবোঝাই-খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে সারা দেশের সমুদ্র ও নৌবন্দরসহ নদীপথে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নৌপথে অচলাবস্থার কারণে মংলা ইপিজেড ও শিল্প এলাকার কলকারখানায় সময়মতো কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ধর্মঘটের বিষয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ কিংবা সরকার তাদের সঙ্গে সমঝোতা বৈঠকের কোনো প্রস্তাব দেয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।