আশুগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ ধর্মঘট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/22/photo-1461293055.jpg)
নৌযান শ্রমিকদের বেতন বৃদ্ধি, নৌপথে নিরাপত্তা, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতনসহ ১৫ দফা দাবি আদায়ে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌ ধর্মঘট চলছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গত বুধবার রাত ১২টা এক মিনিট থেকে শুরু হওয়া এ ধর্মঘট আজ শুক্রবার দ্বিতীয় দিনেও চলছে আশুগঞ্জে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কার্গো ভেসেল নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, নৌযান শ্রমিকদের বেতন বৃদ্ধি, নৌপথে নিরাপত্তাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট আজ দ্বিতীয় দিনও অব্যাহত আছে। নৌযান শ্রমিকদের বেতন বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ ও নৌযানের নিরাপত্তা যত দিন নিশ্চিত না হবে, তত দিন ধর্মঘট চলবে।
এদিকে, নৌযান ধর্মঘট ডাকায় দেড় শতাধিক কার্গো আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে। কোনো কার্গো জাহাজ থেকে মালামাল ওঠানামা করছে না। কার্গো জাহাজ থেকে মালামাল ওঠানামা বন্ধ থাকায় প্রায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
আশুগঞ্জ কার্গো জাহাজ মালিক সমিতির সভাপতি নাজমুল হোসাইন হামদু বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে আশুগঞ্জে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে নৌযান মালিকরা পণ্যবাহী নৌযান নিয়ে বিপাকে পড়েছেন।