দুর্নীতিকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দুদক

যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধেই শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।
ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধেই শক্ত অবস্থান নেবে। আমি আশা করি, তোমরা মানুষ হবে। মানুষ হবে নিজের জন্য এবং আগামী দিনের ভবিষ্যতের জন্য।’
দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘অনেকেই বলেন, দুদক ছোট ছোট দুর্নীতি যারা করছে, তাদের ধরছে। কিন্তু আসলে কথাটা সত্য নয়, আমাদের প্রক্রিয়ায় যারাই সামনে আসছে দুর্নীতির জন্য, তারাই ধরা পড়বে।’
এ সময় দুর্নীতিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের একমাত্র সমস্যা বলে উল্লেখ করেন ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘যার মান ও হুঁশ আছে সে হলো মানুষ। আশা রাখি, তোমরা মানুষ হবে। এ দেশ আমার ও তোমার সকলের । এ দেশে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির অভিযোগে বর্তমান কমিশন অনেককে গ্রেপ্তার করেছে। যারা দুর্নীতি করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।’
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুদক চেয়ারম্যান। এর আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনুষ্ঠানে আগত সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।