রাতে ঘর থেকে বেরিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্কুলছাত্রী রাতে ঘর থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে চতুর্থ শ্রেণির ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় আটক আশিক মাহামুদ যশোরের বেনাপোল সদর এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন জানান, ওই স্কুলছাত্রী গত শুক্রবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একই বাসার আইয়ুব আকন্দ ওরফে বিদ্যুৎ বাথরুমে ঢুকে স্কুলছাত্রীর মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে।
বিষয়টি রাতেই জানাজানি হয়। পরে স্থানীয় মাতব্বর নুরু মিয়া, আনিস, জালাল ও বাড়ির মালিক আমজাদসহ অনেকেই বিষয়টি মীমাংসা করে দেবে বলেন আশ্বাস দেন স্কুলছাত্রীর পরিবারকে। পাশাপাশি তাঁরা এ নিয়ে থানা-পুলিশ করতেও বাধা দেন।
এসআই জানান, গতকাল শনিবার রাতে সালিস বৈঠক বসে। বৈঠকে ঘটনায় জড়িত বিদ্যুৎকে ১৫ হাজার টাকা জরিমানা করেন মাতব্বররা। পরে বিষয়টি মেনে না নিয়ে ধর্ষিতার পরিবার স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় থানায় মামলা করেন।
এসআই জানান, এ ঘটনায় আশিক মাহামুদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশিক সন্দেহভাজন আইয়ুব আলীর বন্ধু।