রাতে রক্তমাখা মোটরসাইকেল, সকালে লাশ

মেহেরপুরের গাংনী উপজেলার ঝিনেরপুলপাড়া এলাকায় মিলন হোসেন (৩৫) নামের এক কুয়েতফেরত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৮টার দিকে ঝিনেরপুলপাড়া সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার শ্যামপুর গ্রামে।
ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি এবং মোটারসাইকেলের কিছু ভাঙা অংশ উদ্ধার করা হয়। এর আগে রোববার রাত ৮টার দিকে ঝিনেরপুলপাড়া সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রক্তমাখা একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলটি নিহত মিলনের বলে তাঁর পরিবার শনাক্ত করেছে।
জানা গেছে, লাশ উদ্ধারের পর পরই মিলনের পরিবারের লোকজন মিলনের স্ত্রী মানুছুরা খাতুন ও তাঁর বোনজামাই আবদুর রশিদকে আটক করে বেধড়ক মারধর করে। পুলিশ খবর পেয়ে মিলনের স্ত্রী ও তাঁর বোন জামাইকে উদ্ধার করে গাংনী থানা হেফাজতে নিয়ে গেছে।
নিহত মিলনের বাবা আবদুল হামিদ জানান, তাঁর ছেলে মিলন হোসেন কুয়েতে প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরে গাংনী বনবিভাগপাড়ায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন। গত রোববার বিকেল ৫টার দিকে মিলন শ্যামপুর থেকে গাংনীর উদ্দেশে আসেন। মিলনের স্ত্রী মানছুরা খাতুন সোমবার সকালে তাঁকে জানান, মিলন রাতে বাড়ি ফেরেননি। এর পর সকালে গাংনীর ঝিনেরপুলপাড়া থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
আবদুল হামিদের অভিযোগ, তার পুত্রবধূর সঙ্গে স্থানীয় মোজাম নামের এক ব্যবসায়ীর পরকীয়া সম্পর্ক ছিল। এ কারণে তাঁর ছেলেকে হত্যা করা হতে পারে।
এ সময় ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন আবদুল হামিদ।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ঝিনেরপুলপাড়া সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা মোটরসাইকেলটি নিহত মিলনের বলে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কিছু তথ্য পাওয়া গেছে। তাঁর নাম মোজাম হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এ ছাড়া নিহতের স্ত্রী মানুছুরা ও ভায়রাভাই আবদুর রশিদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
ওসি আরো জানান, সুরতহাল বিশ্লেষণ করে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।