টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ দুজন গ্রেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—সদর উপজেলার কাকুয়া গ্রামের রফিক মিয়া ও মামুন সরকার। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, চারটি ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়ার বীরপুশিয়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় রফিক ও মামুনকে আটক করা হয়।
টাঙ্গাইল র্যাব ১২-এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।