রাজশাহী বারে বিএনপি-জামায়াত জয়ী

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। অন্যদিকে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহসভাপতিসহ চারজন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদে দুজন প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় তাঁরা এক বছর মেয়াদকাল ভাগাভাগি করে পালন করবেন।
আজ বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল থেকে মো. নাজমুস সাদাত ৩১০ ভোট পেয়ে সভাপতি এবং জমসেদ আলী ৩১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ ও বামপন্থী প্যানেল থেকে সভাপতি পদে হামিদুল হক ১৭৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আবদুল ওহাব জেমস পেয়েছেন ১৬৬ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি এ কে এম মিজানুর রহমান, মাহাবুবুল ইসলাম ও মোখলেসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার কবীর খান ঈশা, হিসাব সম্পাদক আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক আবদুল মালেক রানা, অডিট সম্পাদক মাহমুদুর রহমান রুমন, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক আবদুর রাজ্জাক সরকার এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক রজব আলী।
নির্বাচিত সদস্যরা হলেন আদিলুজ্জামান, জালাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, কে এম ইফতেখার হামিদ শ্যামল, সেলিম রেজা মাসুম, সিফাত জেরিন তুলি, অপূর্ব ভট্টাচার্য, সৈয়দ মর্জিনা খাতুন ও নাসিরা বানু রিতা।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামসুল হক ও সাজেমান সমানসংখ্যক ২৩১ ভোট পাওয়ায় তাঁরা ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।