চবি শিক্ষক সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত হলুদ দলের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হলুদ দল থেকে সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে পাঁচটি সম্পাদকমণ্ডলীর পদ ও ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে, অর্থাৎ সর্বমোট ১১টি পদে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দল থেকে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর এ তথ্য জানান। নির্বাচনে হলুদ দল থেকে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব সভাপতি পদে পেয়েছেন ৪৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ‘সাদা দল’ থেকে সভাপতি পদে দর্শন বিভাগের অধ্যাপক মোজাফফর আহমদ পেয়েছেন ২৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য পেয়েছেন ৪৫৮ ভোট এবং সাদা দলের সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান পেয়েছেন ১৯১ ভোট।
এ ছাড়া হলুদ দলের সহসভাপতি পদে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল এবং যুগ্ম সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসীন, সদস্যপদে অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, কুন্তল বড়ুয়া, অধ্যাপক ড. মাহবুবুল হক, শাহেদুল কাদের, সবুজ চৌধুরী, সাজেদা আক্তার নির্বাচিত হয়েছেন।
সাদা দল থেকে সহসভাপতি পদে ইনস্টিটিউট অ্যান্ড মেরিন সায়েয়েন্স অ্যান্ড ফিশারিজের সহযোগী অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়া এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সদস্যপদে অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক মো. ইমাম হোসেন, ড. মোহাম্মদ সাখাওয়াত প্রতিদ্বন্দ্বিতা করে হলুদ দলের সব প্রার্থীর সঙ্গে হেরে গেছেন।
এ নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন—সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, প্রাপ্ত ভোট ৪৪৭ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী পেয়েছেন ২৩৫ ভোট; সহসভাপতি প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামান, প্রাপ্ত ভোট ৪৫৮ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী পেয়েছেন ১৯১ ভোট; কোষাধ্যক্ষ প্রফেসর ড. অলক পাল, প্রাপ্ত ভোট ৪৩১ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী পেয়েছেন ২২৩ ভোট; সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, প্রাপ্ত ভোট ৪১৮ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. মো. আতিয়ার রহমান পেয়েছেন ২৪৭ ভোট; যুগ্ম সম্পাদক মো. মহসীন, প্রাপ্ত ভোট ৩৪২ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ যাকারিয়া পেয়েছেন ৩৩১ ভোট। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিতরা হলেন—প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন, ড. সাজেদা আক্তার, মোহাম্মদ শাহেদুল কাদের, সবুজ চৌধুরী ও ড. কুন্তল বড়ুয়া। এ নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমএ গফুর।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘হলুদ’ দল থেকে শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবাইকে সঙ্গে নিয়ে সুনাম ধরে রাখতে কাজ করে যাব।’ এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে এককভাবে ‘হলুদ’ দল পূর্ণ প্যানেলে এবারসহ তারা মোট চারবার জয়ী হয়ে আসছে।