গোপালগঞ্জে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে উল্টে পড়া তেলবাহী ট্রাক। ছবি : এনটিভি
গোপালগঞ্জে তেলবাহী ট্রাক উল্টে এর চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জালাল (৩৫)।
সদর থানার উপপরিদর্শক শাহ আলম জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী তেলবাহী ট্রাকটি আজ সকাল ৭টার দিকে ঘোনাপাড়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক-বিভাজকের ওপর উঠিয়ে দেন। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এর নিচে চাপা পড়ে হেলপার জালাল ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত জালাল খুলনার খালিশপুর ৭ নম্বর ঘাট এলাকার আবদুল জলিলের ছেলে। ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানান উপপরিদর্শক। এ ছাড়া মহাসড়ক থেকে উল্টে পড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।