আজ থেকে বনে যেতে পারবেন না বনজীবী-জেলেরা

একই স্থানে বারবার আগুন লাগার ঘটনায় সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আজ শুক্রবার সকাল থেকে সব ধরনের পাস পারমিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ থেকে জেলে, মৌয়াল, বাওয়ালিসহ কোনো ধরনের বনজীবী আর বনে প্রবেশ করতে পারবেন না। আর যাঁরা আগে থেকে পাস নিয়ে বনের ভেতর অবস্থান করছিলেন, তাঁদের পাসও বাতিল করে বন থেকে বের করে লোকালয়ে পাঠানো হচ্ছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, পূর্ব সুন্দরবনে একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বনে প্রবেশের সব ধরনের পাস পারমিট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বুধবার বিকেলে বনের তুলাতুলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোববার আদালতে বন আইনে মামলা করা হবে বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
সাইদুল আরো জানান, সুন্দরবনে আগুন পুরোপুরি নিভে গেলেও শুক্রবার সকাল থেকে আবারও কোথাও কোথাও থেকে থেকে সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে। বনের কোথাও এখন আর আগুনের অস্তিত্ব না থাকলেও ধোঁয়া দেখামাত্র সেখানে পানি ছিটিয়ে দিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দুই একর বনভূমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিভে গেলেও সেখানে সার্বক্ষণিক তদারকির জন্য বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নজরদারি রয়েছে।