বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুজন গ্রেপ্তার
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় জামালপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর পল্টন থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— শামীম আহমেদ সুজা ও সারোয়ার জাহান। তাঁরা জামালপুর শহরের ছনকান্দা এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, দুদকের দায়ের করা মামলায় রাতে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁদের সোপর্দ করা হয়।
ওসি আরো বলেন, ওই দুজনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, ঋণ খেলাপিসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে গত এপ্রিল ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকে কারাগারে পাঠান আদালত।
প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ১৫৬ জনের বিরুদ্ধে পৃথক ৫৬টি মামলা করে কমিশন। ঋণ জালিয়াতির ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তাদের অন্যতম প্রধান ভূমিকা ছিল বলে মামলাগুলোর এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের ২২ অক্টোবর মামলার তদন্তে দুদকের উপপরিচালক মোরশেদ আলম, মো. ইব্রাহিম ও ঋত্বিক সাহা; সহকারী পরিচালক শামসুল আলম এবং উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও মুহাম্মদ জয়নাল আবেদীনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।