সুন্দরবনে আগুনের ঘটনায় সাংবাদিক ফোরামের উদ্বেগ

ছবি : এনটিভি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনে বারবার নাশকতার আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুন্দরবন সন্নিহিত পাঁচ জেলার সাংবাদিকদের সংগঠন ‘সুন্দরবন সাংবাদিক ফোরাম’।
ফোরামের আহ্বায়ক মো. মনিরুজ্জামান নাসিম আলী ও সদস্য-সচিব শেখ আহ্সানুল করিম এক যুক্ত বিবৃতিতে সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
একই সঙ্গে সুন্দরবন সুরক্ষা ব্যবস্থাপনা ঢেলে সাজিয়ে সংরক্ষিত এই বনাঞ্চলে লোক ও নৌযান চলাচল বন্ধ করাসহ বনের সব ধরনের সম্পদ আহরণ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সাংবাদিক ফোরামের নেতারা।
এদিকে একের পর এক চাঁদপাই রেঞ্জে নাশকতামূলক আগুন লাগার বিষয়ে আগামীকাল রোববার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করার কথা রয়েছে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর।