বিএনপি দেশে গুপ্তহত্যার নাটক শুরু করেছে : ইনু

আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি দেশে এখন গুপ্তহত্যার নাটক শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মদদদাতা বিএনপির রাজনীতিকে বর্জন করার আহ্বান জানান তিনি।
আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, ‘বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়। রাজাকার-জামায়াতের সহায়তায় বিএনপি এ দেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল। তাই খালেদা জিয়া যতদিন জামায়াতের সঙ্গে থাকবেন, ততদিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে।’
গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান আছাব চৌধুরী, সহসভাপতি স ম বাবুল হক প্রমুখ।