হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ইনু ফের কারাগারে

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাসহ দুটি হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার আদালত। আজ রোববার (৯ মার্চ) বেলা আড়াইটায় কারান্তরীণ ইনুকে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে এলে হামলার শিকার হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর তিনি নিজে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু। এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়।
দুটি মামলায় আজ বেলা আড়াইটায় হাসানুল হক ইনুকে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ফের আদালত থেকে কড়া পুলিশি পাহাড়ায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে আনা ও কারাগারে নিয়ে যাওয়ার সময় হাসানুল হক ইনু হাস্যোজ্জ্বল ছিলেন। এ সময় আদালত চত্বরে অনেক জাসদের নেতাকর্মী ভিড় করেন। ইনু তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।